বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ পালিত
বান্দরবান সংবাদদাতা:
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ২০০১ এর সংশোধিত ধারাগুলো মন্ত্রী পরিষদে একতরফা ভাবে পাস হওয়ায় পার্বত্যাঞ্চলে ভূমি সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। অবিলম্বে মন্ত্রী পরিষদের পাসকৃত সংশোধনী প্রস্তাব বাতিলের দাবীতে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় বাঙালি ছাত্র পরিষদ। তারই অংশ হিসেবে বান্দরবানে শান্তিপূর্ণ ভাবে অবরোধ পালিত হয়। সকাল থেকে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা শহরের বাস ষ্টেশন ও বিভিন্ন ষ্টেশনগুলোতে অবস্থান করে পিকেটিং করতে থাকে।
পিকেটিং এর এক পর্যায়ে পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মোঃ আতিকুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতার বাধার মুখে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পিকেটিং এর শেষে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বাজার মসজিদ প্রাঙ্গনে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান ও বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মোঃ কামরান ফারুক বক্তব্য রাখেন।