বান্দরবান প্রেসক্লাবে অধ্যাপক ওসমান গনি সভাপতি মিনারুল হক সম্পাদক
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেস ক্লাবের নতুন কার্যকরী (২০১৩-২০১৪) কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যের এ কমিটিতে দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক ওসমান গনি সভাপতি, সহ সভাপতি এনামুল হক কাশেমী, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক সাধারন সম্পাদক, চ্যানেল ২৪ প্রতিনিধি ফরিদুল আলম সুমন কোষাধ্যক্ষ, এবং দৈনিক জনতা প্রতিনিধি এম এ হাকিম চৌধুরী ও সাদেক হোসেন চৌধুরী সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারন সভায় নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়। অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু, জ্যৈষ্ঠ সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের ষ্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু, আমার দেশ প্রতিনিধি এম এ মালেকসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দায়িত্বভার যথা নিয়মে সুন্দরভাবে হস্থান্তর করায় নতুন কমিটি সদস্যবৃন্দ পুরনো কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেস ক্লাবের সদস্য মোঃ জাকারিয়ার মৃত্যুর কারনে যুগ্ন সম্পাদকের পদটি আপাতত শূন্য রয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে বলে জানান নেতৃবিন্দ। উল্লেখ্য ১৯৮১ সালে গঠিত বান্দরবান প্রেস ক্লাবে বর্তমানে ১৫ জন সদস্য রয়েছেন।