বান্দরবান মহিলা কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবি
বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবীতে বান্দরবান সরকারি মহিলা কলেজে স্মারকলিপি প্রদান করেছে কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক আহ্বায়ক নাজমুল হোসেন বাবলুর নেতৃত্বে মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়ার হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, পাবর্ত্য অঞ্চলের পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার আলো জ্বালাতে অগ্রণী ভূমিকা পালন করছে অন্যতম বিদ্যাপিঠ সরকারি মহিলা কলেজ। বিভিন্ন জাতীয় দিবসের কর্মসূচি যথাযথ ভাবে পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কোন স্মৃতি বান্দরবানের অন্যতম এই বিদ্যাপিঠে নেই বললেই চলে।
তাই তরুন প্রজন্মের কাছে স্বাধীনতার মহা নায়কের সঠিক ইতিহাস তুলে ধরা ও তার স্মৃতির প্রতি সম্মান জানাতে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবি জানান তারা। বান্দরবান জেলার বিভিন্ন দূর্গম অঞ্চলের হাজারো মেয়ে শিক্ষার্থী আবাসিক সুবিধা সম্বলিত এই কলেজে লেখাপড়া করে আসছে।