বিপিএলের সিলেট পর্বের সূচি

fec-image

গত ১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ৮ ম্যাচ। তাতে শেষ হয়েছে ঢাকায় প্রথম পর্বের খেলা। মিরপুর ছেড়ে বিপিএল এখন সিলেটে। আজ থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের খেলা।

এই পর্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি। যার মধ্যে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচই আছে পাঁচটি। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ।

এ পর্বে প্রথম দিনের খেলায় আজ দুপুরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। আর সন্ধ্যায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।

বিপিএলের সিলেট পর্বের সূচি—
২৬ জানুয়ারি     রংপুর-খুলনা         সিলেট       বেলা ২টা
২৬ জানুয়ারি     কুমিল্লা-সিলেট     সিলেট        সন্ধ্যা ৭টা
২৭ জানুয়ারি      বরিশাল-চট্টগ্রাম   সিলেট        বেলা ১টা ৩০
২৭ জানুয়ারি      রংপুর-ঢাকা           সিলেট         সন্ধ্যা ৬টা ৩০
২৯ জানুয়ারি      সিলেট-চট্টগ্রাম     সিলেট        বেলা ১টা ৩০
২৯ জানুয়ারি     খুলনা-ঢাকা             সিলেট        সন্ধ্যা ৬টা ৩০
৩০ জানুয়ারি     কুমিল্লা-রংপুর        সিলেট         বেলা ১টা ৩০
৩০ জানুয়ারি     সিলেট-বরিশাল     সিলেট          সন্ধ্যা ৬টা ৩০
০২ ফেব্রুয়ারি    সিলেট-ঢাকা          সিলেট          বেলা ২টা
০২ ফেব্রুয়ারি     কুমিল্লা-চট্টগ্রাম    সিলেট          সন্ধ্যা ৭টা
০৩ ফেব্রুয়ারি     বরিশাল-খুলনা      সিলেট        বেলা ১টা ৩০
০৩ ফেব্রুয়ারি      সিলেট-রংপুর       সিলেট         সন্ধ্যা ৬টা ৩০

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিপিএল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন