বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক লকডাউনে অসহায় পরিবারের মাঝে শনিবার (২৬ জুন) বিলাইছড়ি সেনা জোন কমান্ডার, বিলাইছড়ি জোন এর নেতৃত্বে মানবিক সহায়তা প্রদান করা হয়।
সকাল ১০টায় বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১নং ইউনিয়নের অন্তর্ভূক্ত বহালতলীতে ৩০ প্যাকেট এবং ৩নং ইউনিয়নের অন্তর্ভূক্ত ফারুয়া বাজার এলাকায় ৪০ প্যাকেট মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ এবং ৩ কেজি আলু সর্বমোট ৭০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, দেশের কঠিন সময়ের এ ক্রান্তিলগ্নে এলাকার অসহায় জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগিতায় অত্যন্ত খুশি।
Facebook Comment