বড় মহেশখালীর মনজুর হত্যাচেষ্টা মামলার ৩ মাসেও আটক হয়নি আসামি

বড় মহেশখালীর মধুয়ার ডেইল এলাকার আলোচিত মনজুর হত্যাচেষ্টার মামলার ৩ মাসেও আটক হয়নি কেউ। মামলার বাদীর অভিযোগ পুলিশ আসামিদের সামনে পেয়েও ধরছেনা ফলে আবারো পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে।
সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল এলাকার মনজুর আহমদ গংদের সাথে একই এলাকার আব্দু শুক্কুর গং দের পারিবারিক বিরোধ নিয়ে গত ১১ সেপ্টেম্বর মারামারির
ঘটনা ঘটে। এতে মনজুর আহমদ গুরুতর আহত হন। তাকে প্রথমে মহেশখালী, পরে কক্সবাজার ৩দিন পরে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছিলো ।
মনজুর আহমদকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছিলো। তার পায়ে ও হাতে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এঘটনায় ১২ সেপ্টম্বর মহেশখালী থানায় আহতের পুত্র খোকন বাদী হয়ে আব্দু শুক্কুর, আবদুল রহিম, আবদুল করিম, বাদশা মিয়া ও খুরশিদা বেগমকে আসামি করে মামলা দায়ের
করা হয়। যার মামলা নং ১১/২০২০ ইং।
এদিকে মামলা দায়ের হওয়ার পর থেকে গত ৩ মাস ধরে আসামি ধরা তো দূরের কথা বাদীর সাথে কথা বলতে চায়নি মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশখালী থানার এস আই বাপ্পি র্সদার। মামলার বাদী একাধিকবার তাকে আসামিদের থাকার স্থান ও গতিবিধির খবর দিলেও অদৃশ্য কারণে পুলিশ আসামিদের আটক করেনা।
অপর দিকে আসামিরা প্রকাশ্যে বাজারে ঘুরাঘুরি করে মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আসামিদের হুমকির কারণে বাদী গত ১২ অক্টোবর মহেশখালী থানায় একটি
সাধারণ ডাইরী করে বাদী খোকন। যাহার ডাইরী নং ৪৭১।
এব্যপারে মামলার তদন্তকারী কর্মর্কতা বাপ্পী সর্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেনি। মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, আমরা সকল প্রকার মামলার আসামিদের গ্রেফতার করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছি। আশা করি শীঘ্রই তারা ধরা পড়বে এবং স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।