ভারতের বিপক্ষে খেললে এমনই হয়: সাকিব

fec-image

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই যেন তীরে এসে তরী ডোবা, জিতব জিতব করেও হেরে যাওয়া। এই প্রতিপক্ষের বিপক্ষে শেষ দিকের চাপ সামলাতে পারে না বাংলাদেশ। অতীতেও তেমনটা দেখা গেছে।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনাল, একই বছরের নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা অ্যাডিলেডের সর্বশেষ ম্যাচটি। সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ।

সাকিব কতটুকু হতাশ? বাংলাদেশ অধিনায়ক অবশ্য হতাশার চেয়ে এমন লড়াইয়ে ইতিবাচকতাই দেখছেন বেশি।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ভারতের বিপক্ষে খেললে এমনই হয়। আমরা জয়ের একদম কাছে চলে যাই। কিন্তু শেষ ধাপটা পার হয়েও পার হতে পারি না।’

‘ম্যাচটা দুই দলই উপভোগ করেছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনেই একটা ম্যাচ হয়েছে। তবে খেলার নিয়মই তো এমন, একদল জিতবে একদল হারবে’-পেশাদার বক্তব্য সাকিবের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, বাংলাদেশ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন