খাগড়াছড়ি সদর পৌরসভা নির্বাচনে
মনোনয়ন ফরম নিলেন আ’লীগের ৩ জন
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের তিন মনোনয়ন প্রত্যাশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শুক্রবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ নির্মলেন্দু চৌধুরী, বর্তমান মেয়র মো. রফিকুল আলম ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক পার্থ ত্রিপরা জুয়েল।
আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ঘটনাপ্রবাহ: আ’লীগের, ফরম, মনোনয়ন
Facebook Comment