মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ পাচারকারী আটক
কক্সবাজার-টেকনাফ আরকান সড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা একটি যাত্রীবাহি সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ২৭০০ পিস ইয়াবা সহ একজন পাচারকারীকে আটক করেছে।
আটককৃত পাচারকারী টেকনাফ উপজেলার নয়াপাড়া উনচিপ্রাং এলাকার মো. আব্দুল হাবিবের ছেলে মো. রফিক (২০)। শুক্রবার রাতে তাকে আটক করে বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা ৮ লাখ টাকা মূল্যের ওই ইয়াব সহ একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হন। আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ
Facebook Comment