মহেশখালীতে বন কর্মকর্তা নিহতের ঘটনায় গ্রেফতার ১২

fec-image

মহেশখালীর হোয়ানকে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় এক সহকারী বন কর্মকার্তা খুন হওয়ার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার পুলিশ ওই এলাকায় সাড়াসি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতার করতেও এলাকায় ব্যাপক অভিযান চলছে।

ঘটনার দিন অন্তত ৫০-৬০ জন বন বিভাগের লোকজনের উপর হামলা চালিয়ে বিক্ষোভ মিছিল করছিল বলে জানাগেছে। পুলিশ তাদের ভিডিও চিত্র দেখে শনাক্ত করে অভিযানে নেমেছে।

এদিকে এই ঘটনায় পুলিশ ওই এলাকার দাগী সন্ত্রাসীদেরও গ্রেফতারে অভিযানে নেমেছে।গত ৩০ জুলাই হোয়ানকের বড় ছড়ায় পাহাড়ে সরকারি জমি উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন বনকর্মকতা ইউসুফ। তিনি ৭দিন চট্টগ্রামে মেডিকেলে লাইফ সাপোর্টে থাকার পর মারা যান ৬ আগস্ট ভোর ৬টায়। এ ঘটনায় ইউসুফের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তারা সুষ্ঠু বিচার দাবি করেন।

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, বন কর্মকর্তা নিহতের বিষয়ে পুলিশ দোষীদের ধরতে ইতিমধ্যে ১২ জনকে আটক করেছে, অপরাধি কেউ ছাড় পাবেনা। প্রকৃত দোষীদের ধরতে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রেফতার, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন