মহেশখালীর গফুর হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে মামলা: এলাকাবাসীর বিক্ষোভ
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইলে ১১ জানুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে আবদুল গফুর (৪০)কে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসী ইউছুফ জালাল গং।
এই হত্যাকাণ্ডের ঘটনায় মহেশখালী থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুর ১১টায় বড় মহেশখালী থেকে গফুর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে থানা পরিষদ এলাকা ঘেরাও করে। এই বিক্ষোভ মিছিলে নিহতের পরিবারের সদস্যসহ নারী পুরুষ যোগ দেয়।
এই সময় মহেশখালী থানা তদন্ত ওসি আশিক ইকবাল এর আশ্বাসে বিক্ষোভকারীরা বাড়ি ফিরে যান।
এই ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশখালী থানার এসআই বাপ্পী সর্দ্দার বলেন-গফুর হত্যাকাণ্ড নিয়ে নিহতের ভাই খাইরুল আমিন বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যহত রয়েছে।