মাটিরাঙ্গায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মাটিরাঙ্গার দুস্থ, বিধবা, প্রতিবন্ধী ও কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটির চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, সুজি ও চিনিসহ ত্রাণ সহায়তা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে পিছিয়েপড়া জনপদের এসব হতদরিদ্র মানুষ।
বুধবার (১০ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এসময় খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জসিম উদ্দিন মজুমদার ও মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান কমল কৃষ্ণ দে প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য মো. দুলাল হোসেন,
রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য কির্ত্তিময় চাকমা, মো. রুহুল আমিন, সাবেক যুব প্রধান শাহেনা আকতার ও ফরিদ আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈশ্বিক করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্যই রেড ক্রিসেন্টের জন্ম। ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত রাখতে সংস্থাটির প্রতি অনুরোধ জানান তিনি।
বৈশ্বিক মহামারীতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের কর্মতৎপরতার ভুয়শী প্রশংসা করে খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জসিম উদ্দিন মজুমদার যুব রেডক্রিসেন্টের সদস্যদের সবসময় মানবিক কাজের সাথে থাকার আহ্বান জানান।