মাটিরাঙ্গা সেনাজোনে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা
দেশে চলমান প্রেক্ষাপটে আওতাধীন এলাকার বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাজোনে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি।
মাটিরাঙ্গায় যেকোন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় সেনাবাহিনী সক্রিয় রয়েছে উল্লেখ করে জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সেনাবাহিনীর তৎপরতায় সাম্প্রতিক সময় দুর্বৃত্তরা কোন ধরণের বিশৃঙ্খলার করতে পারেনি। দুবৃত্তের বিশৃঙ্খলায় রোধে এলাকার সার্বিক নিরাপত্তায় নানা দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শ্রীঘ্রই মাটিরাঙ্গা থানা পুলিশের পুরো কার্যক্রম চালু করা হবে বলেন জানান তিনি।
এসময় ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ এবং ক্যাপ্টেন মাহমুদুল হাসান হিমেল তাঁর সাথে ছিলেন।
এছাড়াও ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেজী চক্রবর্তী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা, মমতা আফরিন, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ, সাংবাদিক, সামরিক, বে-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।