মানিকছড়িতে ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান

fec-image

খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আলেম-ওলামাদের ঈদ পুণর্মিলনী, আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (২১ জুলাই) বিকাল ৩ টায় সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল আল ফরিদীর সঞ্চালনায় ও হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিসহ সংগঠনের জেলা শাখার ১৪ জন শীর্ষ নেতৃবৃন্দকে সংগঠনে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা দেন উপজেলা কমিটি। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাশিদ (ইসলামী সঙ্গীত) পরিবেশন করেন চট্টগ্রামের আল মদিনা শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা আসহাব উদ্দিন আল আজাদ, নবজাগরণ শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা আলমগীর বিন কবির, সচেতন সাংস্কৃতিক ফোরামের পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, জহির উদ্দিন বিন সুরুজ, মুফতি মাঈন উদ্দিন জামিল, মোহাম্মদ আলী, এইচ এম আশরাফুল আলম ইসলাম ও জুনায়েদ মাহমুদ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলোচনা সভা, ওলামা ঐক্য পরিষদ, ক্বওমী মাদরাসা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন