বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানিকছড়িতে আলোচনা সভা

fec-image

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২২ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে আলোচনা সভা ও জয়িতা সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, , মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ঔশি মজুমদার, মহিলা বিষয়কের প্রশিক্ষর্ণাথী শাবনুর আক্তার প্রমুখ।

বক্তব্য শেষে নির্যাতনের বিভীষিকা মুছে সাফল্য অর্জন করায় উপজেলার মহামুনি পাড়ার উত্তম বড়ুয়ার কন্যা টিংকু বড়ুয়া উপজেলা ও জেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলোচনা সভা, বেগম রোকেয়া দিবস, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন