মানিকছড়িতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

fec-image

খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা’র অবসরজনিত বিদায় উপলক্ষে মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে ইউএনও তামান্না মাহমুদ এর সভাপতিত্বে, শিক্ষক অজিত কুমার নাথ এর সঞ্চালনায় এবং প্রবীণ শিক্ষক মো. আতিউল ইসলাম এর স্বাগত বক্তব্যে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, প্রধান শিক্ষক দীলিপ কুমার দেব, এমকে. আজাদ, বিপ্লব বিজয় চক্রবর্তী, মো. ওবায়দুল হক, মংশেপ্রু মারমা, মো. বশির আহম্মদ, মো. হুমায়ন কবীর, সুপর মাও. বেলাল হোসেন প্রমূখ।

সভার শুরুতে অতিথিদের আসন গ্রহণ শেষে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক নেতারা।

পরে ধর্মীয় গ্রন্থ পাঠ শেষে বক্তব্য রাখেন বড় ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিজয় চক্রবতী, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমকে. আজাদ, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, বিদায়ী অতিথি খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা ও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

প্রধান অতিথি’র বক্তব্য শেষে বিদায়ী অতিথি’র হাতে সন্মাননা স্মারক তুলে দেন অতিথি’রা।

পরে অনুষ্ঠানের সভাপতি ইউএনও তামান্না মাহমুদ বক্তব্য রাখেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে অতিথিসহ সকল শিক্ষকরা মধ্যাহ্ন ভোজে মিলিত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি, শিক্ষা কর্মকর্তা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন