মাটিরাঙ্গায় ভারতীয় মদসহ আটক ২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ।
রবিবার (১২ মার্চ) সকালে এস আই মো. সাদ্দাম হোসেন, এস আই মাসুদ আলম পাটওয়ারী ও এএসআই কামরুল আরেফিন চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা সিএনজি স্টেশন এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের দেবেন্দ্র ত্রিপুরার ছেলে কুঞ্জ মোহন ত্রিপুরা(২৪) ও ৬ নং ওয়ার্ডের স্বপন চাকমার ছেলে সজীদ চাকমা(১৯)।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে এবং মাটিরাঙ্গা এলাকায় যে কোন ধরণের অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।