বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা

স্মার্ট বাংলাদেশ গড়তে চাই মেধাভিত্তিক প্রজন্ম’

fec-image

সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে চাই মেধাভিত্তিক প্রজন্ম। তাই সবাইকে শিক্ষায় মনযোগী হয়ে ভালো ফলাফল করতে হবে। ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিনত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পানছড়ি উপজেলার লোগাং বাজার ও কালানাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

রবিবার (১৯ মার্চ ) সকাল ১১টায় এর শুভ উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রান্সফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও ২৯৮নং আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন লোগাং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরা, সহকারী শিক্ষক ও ক্ষুদে
শিক্ষার্থীরা।

জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) পানছড়ির অর্থায়নে এর বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ি।

দুপুর ১২টায় তিনি প্রধান অতিথি হয়ে আসেন লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে। এসময় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মো. লোকমান হোসেন।

এছাড়া পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুজেন্দ্র লাল ত্রিপুরা, গড়তে, প্রজন্ম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন