রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকিতে মাটিরাঙ্গা থানা পুলিশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাজার তদারকিতে নেমেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গা সদরে অবস্থিত দোকানগুলোতে অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থানা পুলিশ । পবিত্র রমজান মাসে অসৎ উপায়ে দ্রব্যমূল্য বৃদ্ধি হতে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
বাজার তদারকিতে সহকারি পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মো. সালেহ’র নেতৃত্বে, মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকারিয়াসহ সঙ্গীয় ফোর্স এসময় উপস্থিত ছিলেন।
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ এবং পণ্য সরবরাহ পরিস্থিতি তদারক করা হয়।
সহকারি পুলিশ সুপার বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান জুড়ে বাজার মানিটরিং অব্যাহত থাকবে। অতিরিক্ত দাম রাখায় কেহ যদি অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি ভিডিওতে দেখুন: