রাঙামাটিতে আগুনে পুড়ল ৫ বসতঘর
রাঙামাটি শহরের রিজার্ভমুখ এলাকায় আগুন লেগে অন্তত ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯ টার সময় আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রিজার্ভমুখ এলাকার স্থানীয় বাসিন্দা সেন্টু’র ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে ৫টি ঘর পুড়ে যায়।
পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা মিলে কয়েকঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক মো. দিদারুল আলম বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।
ঘটনাপ্রবাহ: আগুন, রাঙামাটি
Facebook Comment