রাঙামাটি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সভা


রাঙামাটি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক।
মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ইন্টুমনি তালুকদার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ- সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক সমাজ জীবনের ঝুকি নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের কল্যাণে কাজ করে যাওয়া সাংবাদিকদের সংবর্ধনার আয়োজন প্রশংসার দাবি রাখে। এর মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত কাজ করতে আরো উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নব নির্বাচিত প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সংবর্ধিত সাংবাদিকরা হলেন, নব নির্বাচিত সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারন সম্পাদক ও মনসুর আহম্মেদ, দপ্তর সম্পাদক মঈন উদ্দীন বাপ্পী, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পুলক চক্রবর্তী, পাঠাগার ও প্রচার সম্পাদক মিল্টন বাহাদুর, সুপ্রিয় চাকমা, সদস্য উচিংছা রাখাইন কায়েস, মো: শাহ আলম।
সভার শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় এবং আলোচনা সভা শেষে একজন অসুস্থ ব্যক্তি এবং অসহায় একটি পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

















