রাঙামাটি শহরে পাহাড়ি সন্ত্রাসীদের হামলা: মসজিদ-দোকান ভাঙচুর, আহত ৫
রাঙামাটি শহরে শতশত পাহাড়ি সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে মসজিদ ও দোকানপাট ভাঙচুর করেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে একদল পাহাড়ি অস্ত্রধারী হঠাৎ করে শহরের বনরূপা এলাকায় হামলা চালায়। এ ঘটনায় ৫ জন মানুষ আহত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে শত শত পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে বনরূপা এলাকার মসজিদসহ দোকানপাট ভাঙচুর চালায়। সড়কে থাকা অটোরিকশা, মোটরসাইকেলে আগুন দেয়।
এতে পাঁচজন মানুষ আহত হয়েছেন। সাধারণ মানুষ ভয়ে পালাতে থাকে। তবে সাধারণ জনতা ঘণ্টাখানেক পর সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিহত করার চেষ্টা চালায়। পরে সন্ত্রাসীরা শহরের হ্যাপীর মোড় এলাকায় অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে না আসায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসনের কারো বক্তব্য পাওয়া যায়নি।