রাঙ্গামাটিতে জামায়াতের শান্তিপূর্ণ হরতাল পালন
রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে জামায়াতের ডাকা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। রবিবার সকালে জামায়াত-শিবির নেতাকর্মীরা বনরূপা হতে মিছিল বের করতে চাইলে পুলিশি বাধার কারনে মিছিল করতে পারেনি। এ সময়ে পুলিশের লাঠি চার্জের কারনে কয়েকজন জামায়াত কর্মী আহত হয়।
হরতালে শহরের অভ্যন্তরে দুর পাল্লার সকল যান চলাচল বন্ধ ছিল। শহরের সকল প্রকার দোকান পাট বন্ধ ছিল। স্কুল, কলেজ, ব্যংক, বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম।
গত ৮ ও ৯ই মে ১৮ দলের টানা ২দিনের হরতালের মাত্র ২দিন পর আবার জামায়াতের হরতালে শহরের ব্যবসা বানিজ্য কার্য্যত অচল হয়ে পড়েছে। এছাড়া রাঙ্গামাটি জেলার সকল উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে।
Facebook Comment