রাজস্থলীতে জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন” প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শান্তনু কুমার দাশ। বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে সুরেশ তনচংগ্যার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ( ওসি) মফজল আহমদ খান।
সভায় প্রধান অতিথি ইউএনও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন সমবায়ের শক্তিকে একটি গণমুখী সমবায় আন্দোলনে পরিণত করতে সংশ্লিষ্ট সবার অনুরোধ রইলো। শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র ও শোষণ মুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজস্থলী মহিলা লীগের সভানেত্রী লংবতি ত্রিপুরা, সাংবাদিক চাউচিং মারমা, আজগর আলী খান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক নিহল্যা মারমা। এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন।