রাজস্থলীতে জেএসএস’র ‘হাট-বাজার বর্জন’ কর্মসূচি পালিত
রাজস্থলী প্রতিনিধি:
পার্বত্য শান্তি চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাজস্থলীতে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর ডাকা অসহযোগ আন্দোলন অংশ হিসেবে বুধবার রাঙামাটি জেলার রাজস্থলী বাজার বর্জন কর্মসূচী পালিত হয়েছে।
জেএসএস,এর ডাকা বাজার বর্জন কর্মসূচীর শুরুতে বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজস্থলী বাজার হ্নাড়ামুখ পাড়া ও আশপাশ এলাকাগুলোতে সকল প্রকার দোকান পাট বন্ধ ছিল। তবে জরুরী প্রয়োজনীয় ঔষুধের দোকান খোলা ছিল।
বুধাবার হাট বাজার ছিল রাজস্থলীতে। বাজারের দিনে কোন পাহাড়ী-বাঙালী বিক্রেতা বাজারে পণ্য নিয়ে আসেনি। বাজার এলাকায় বাজার বর্জনের কর্মসূচী থাকলেও একরমের হরতালের কর্মসূচী বিরাজ করেছে। তবে বাজার এলাকা ও গ্রামের মধ্যে কোন অটোরিক্সা, মোটরসাইকেল ভারি যানবাহন চলাচল করেনি।
বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহীনি টহলরত ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদুল্লাহ সরকার জানিয়েছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে জেএসএস কর্তৃক ঘোষিত আজকের কর্মসূচী উপলক্ষ্যে বাজার বর্জনের ডাক দিয়েছে। এতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন সহ টহল অব্যাহত রয়েছে।