রাজস্থলীতে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলার তাইতং পাড়া মাথুইপ্রু প্রুহলাউ হেডম্যান উচ্চ বিদ্যালয়ের হল রুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যােগ ব্রান্ডিং বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিষণ-৪১ বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে অনুষ্ঠিত সমাবেশে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথির বক্তব্য দেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল আসাম এর সঞ্চালনায় এই সময় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, হেডম্যান উথিনসিন মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈইবংচিংমারমা, শিক্ষক হাবিবুর রহমানসহ বিভিন্ন এলাকা থেকে আগত মহিলা মা বোন।
সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের ক্ষমতায়ন নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন। আজ সব ক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠা লাভ করেছে। বাল্যবিবাহ, যৌতুক, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তাই সকলকে সচেতন থাকতে হবে। জীবন তথ্য ও শিশুকে মাতৃদৃগ্ধদান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য,করোনাকালে শিশু ও নারী বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা। অপরাজনৈতিক ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ ইত্যাদী।