রাজস্থলীতে দুই উপজাতীয় যুবতি প্রেমের টানে পালিয়েছে

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি পাড়া হতে বাজারে যাওয়ার পথে দুই উপজাতী যুবতি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৭টায় বাজার করার উদ্দেশে বের হয়ে আর বাসায় ফেরেনি ওই দুই উপজাতীয় যুবতি। সাধনা তনচংগ্যা ও ননাবী তনচংগ্যা।
উভয়ের বাড়ী রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুবাছড়ি গ্রামের। তাদের পিতা ঝুমচাষী বলে জানাগেছে।
খোঁজাখুঁজির পর দুই যুবতির পরিবার রাজস্থলীর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে বলে ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য ভূবন মোহন তনচংগ্যা এ তথ্য জানান।
ইউপি সদস্য বলেন, ওই দুই যুবতি রাজস্থলী বাজারে বাজার করার উদ্দেশে সকাল সাড়ে ৭টায় বাসা থেকে রওনা হয়। আর বাসায় ফেরেনি। পরে খোঁজ-খবর নিয়ে জানা যায়, ঔ দুই যুবতির মধ্যে সাধনা তনচংগ্যা (১৭) নামক এক যুবতি প্রেম করে অন্যের সাথে পালিয়ে যায়। সাথে থাকা আরেক উপজাতীয় যুবতি ননাবী তনচংগ্যা( ১৬) তার সাথে সঙ্গী হিসেবে পালিয়ে গেছে বলে জানাগেছে। তবে তারা কোথায় আছে এখনো খবর পাওয়া যাইনি।
এলাকাবাসীর ধারণা, প্রেমের টানে ঘর ছেড়েছে যুবতি সাধনা তনচংগ্যা। ইতিপূর্বে সাধনা তনচংগ্যা এক বাঙ্গালী ছেলের সাথে পালিয়ে গেছে। পরিবার বিষয়টি অবগত হলে সাধনাকে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, ঐ বাঙ্গালী যুবকের সাথে সহযোগি ননাবী তনচংগ্যা সহ পালিয়েছে।
নিখোঁজ দুই উপজাতীয় যুবতির বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, আমার কাছে নিখোঁজের পরিবার এখনো পর্যন্ত অভিযোগ করেনি। নিখোঁজ হওয়ার খবর শুনেনি। যদি পরিবার অভিযোগ করে তাহলে উদ্ধারের চেষ্টা চালিযে যাব।