রাজস্থলীতে প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে ভাঙ্গন সৃষ্টি


রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার কেন্দ্রীয় দৃষ্টি নন্দন বৌদ্ধ বিহারে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাশের পাহাড়ের মাটি ধসে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তনচংগ্যা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তারা ভাঙ্গন ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, টানা তিন দিন প্রবল বর্ষণে রাজস্থলী বাজার মৈত্রী বৌদ্ধ বিহারের মাটি সরে যাওয়ার বিষয়টি আমার নজরে এসেছে। বিষয়টি খুবই জরুরি। এটি একটি বড় প্রকল্প। আমি জেলা পরিষদের চেয়ারম্যান বা উন্নয়নবোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে বড় গাইড ওয়াল নির্মাণ করা যায় কিনা দেখব।
টানা বর্ষণে বিহারের পাশে মাটি ধসে গিয়ে বিহারটি যে কোনো সময় ধসে পড়তে পারে। বিষয়টি পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নজরে আনার জন্য দাবি জানান।