রামগড়ে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর কার্যক্রম শুরু

fec-image

খাগড়াছড়ির রামগড়ে করোনা ভাইরাসের সংক্রমণরোধে বেসামরিক প্রশাসনের পাশাপাশি বৃহস্পতিবার(২৬ মার্চ) বিকেলে কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী।

গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ির ১৪ ফিল্ড রেজিমেন্টের সাব জোন কমান্ডার মেজর মো. জুনায়েদ বিন কবিরের নেতৃত্বে রামগড় বাজার, সোনাইপুল, বলিপাড়া, লামকুপাড়া, কালাডেবা বাজারসহ বিভিন্ন এলাকায় মরণঘাতী করোনা সংক্রমণরোধে জনগণকে সচেতন ও সতর্ক করতে মাইকে প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়।

এ কার্যক্রমে সেনাবাহিনীর সাথে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা, সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

মাঠে কার্যক্রম শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেসামরিক প্রশাসনের সাথে বৈঠক করেন সেনাবাহিনী। বৈঠকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের চলমান কর্মকাণ্ড সম্পর্কে সেনা কর্মকর্তা মেজর মো. জুনায়েদ বিন কবিরকে অবহিত কবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা। বৈঠকে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) সজীব কান্তি রুদ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সেনাবাহিনীর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন