রামগড়ে দুস্থদের খাদ্য সহায়তা দিল বন্ধন-৮৫

fec-image

রামগড়ে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বন্ধন-৮৫। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি’র ৮৫ ব্যাচের সহপাঠীরা বন্ধন-৮৫ নামে সংগঠনটি গঠন করে।

ঈদকে সামনে রেখে রবিবার (৯ মে) সংগঠনটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, চিনি ও সেমাই। ৫০ জন দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী এবং ১৪ জনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

বন্ধন-৮৫ এর সদস্য রামগড় বাজারের ব্যবসায়ী ফয়েজ আহমেদ ডিপটি, মো. গিয়াস উদ্দিন ও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মজুমদার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

উল্লেখ্য গত বছরেও করোনায় কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে সংগঠনটির উদ্যোগে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাদ্য সহায়তা, বন্ধন-৮৫, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন