রামগড়ে মারমা ক্রীড়া সংঘের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চা বাগান চ্যাম্পিয়ন


রামগড়ে মাস্টার পাড়া মারমা ক্রীড়া সংঘের উদ্যোগে অনুষ্ঠিত গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামগড় চা বাগান একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। তারা মাস্টাপাড়া একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার(১৮ অক্টোবর) রামগড় স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশেপ্র চৌধুরী অপু।
বিশেষ অতিথি ছিলেন, বিশ্ব প্রদীপ ত্রিপুরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মো. আব্দুল হান্নান, পৌরসভার কাউন্সিলর মো. আহসান উল্লাহ প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফিসহ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন।
ঘটনাপ্রবাহ: গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, মারমা ক্রীড়া সংঘের, রামগড়ে
Facebook Comment