রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদেরের বিদায় সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) চাকুরি থেকে অবসরজনিত কারণে তাকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
১৯৯২ সাল থেকে দীর্ঘ প্রায় ৩০ বছর তিনি এ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সোমবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হক গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেল চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার রামেশ্বর শীল, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্কুলের সহকারী শিক্ষক মো. রাসেদুল ইসলাম, মো. মনির হোসেন, সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. হারুণ অর রশিদ।