রামুতে ডাকাতের ছুরিকাঘাতে কিশোর নিহত

fec-image

কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির গরু কিনে ফেরার সময় ডাকাতের ছুরিকাঘাতে পারভেজ নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ফোরকান ও আহমদ হোসেন নামে দুই ব্যক্তি। সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত পারভেজ উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। ছুরিকাঘাতে আহতরা হলেন, রামুর দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদারপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে ফোরকান ও একই এলাকার আহমদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান। তিনি জানান, গর্জনিয়া বাজার থেকে গরু নিয়ে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছলে পেছন থেকে তাদের ওপর আক্রমণ করে ডাকাত দল। এসময় ডাকাতদলের একজনকে ধরে ফেলা হয়। পরে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পেছন থেকে ধারালো দা ছুরি দিয়ে হামলা করে ডাকাত দল। এসময় পারভেজ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ডাকাতদের ধরতে অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন