রামুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
কক্সবাজারের রামুতে পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।
স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ জানিয়েছেন, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাসমত উল্লাহ রেল লাইনের ব্রিজের পাশে ইটভাটায় মাটি নেয়ার ফলে সৃষ্ট ডোবায় জাল ফেলেন। এসময় তার জালে ওই দুই শিশুর মরদেহ আটকে যায়। মরদেহ দেখে জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সাথে নিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
ইউপি সদস্য এরশাদ উল্লাহ আরও বলেন, বিকেলে দুই ভাই-বোনকে একসাথে এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয়রা। সন্ধ্যায় রেললাইনের পাশের ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলার সময় অসতর্কতাবশত ডোবার পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানাননি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে।