লংগদুবাসীর উদ্যোগে নানিয়ারচর-লংগদু সড়ক দ্রুত নির্মাণের দাবি

fec-image

লংগদুতে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে (বৃহস্পতিবার) সকাল ১১টায় লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক বাস্তবায়ন পরিষদের আহবায়ক এবিএস মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম সেলিম-এর সঞ্চালনায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিন, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কলিন চাকমা, ইসলামি আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন, বাংলাদেশ ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা আমিনুর রশিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ২০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হলে ৪টি উপজেলার মানুষের যোগাযোগ ব্যাবস্থা সহজ হবে এবং অত্রাঞ্চলের পর্যটন শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সকাল হতে লাগাতার বৃষ্টির মধ্যেও শেষ পর্যন্ত এই মানববন্ধন বিশাল জনসভায় রূপ নেয়। এ জনসমুদ্রে লংগদু উপজেলার পাহাড়ী – বাঙালি হাজারো মানুষের উপস্থিত হতে দেখা যায়। পাহাড়ী বাঙ্গালী সবাই ভেদাভেদ ভুলে, লংগদু- নানিয়ার চর সড়ক অনতিবিলম্বে নির্মাণের দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন