লামায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2021/08/আটক.png)
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারী মেয়র হায়দার আলীর বাগান বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে চকরিয়ার জীবন বলীসহ ৭ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করে লামা থানার পুলিশ। বর্তমানে ডাকাত দল লামা থানায় রয়েছে বলে জানিয়েছেন এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা।
এদিকে গতকাল বগাইছড়ি কমিউনিটি সেন্টার দোকানে চুরি করার সময় এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে বাজার কমিটি।
ঘটনাপ্রবাহ: আটক, ডাকাত, লামা
Facebook Comment