শহীদ বুদ্বিজীবী দিবসে ইউপিডিএফ গণতান্ত্রিকের বিবৃতি

fec-image

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)।

সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষদের হত্যা করা হয়। স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে ইউপিডিএফ (গণতান্তিক)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, গণতান্ত্রিকের, দিবসে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন