গণশিক্ষা কেন্দ্রের ভাতা বঞ্চিত শিক্ষকদের বকেয়া পরিশোধে বান্দরবান ডিসির নির্দেশ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইসলামী ফাউন্ডেশন ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বকেয়া সম্মানি ভাতা ও ঈদ বোনাসের জন্য অবশেষে জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন শিক্ষকরা।

বুধবার (১৯ আগস্ট) সম্মানি ভাতা বঞ্চিত শিক্ষকরা বান্দরবান জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে তাদের অভিযোগের তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কর্তৃপক্ষের সাথে আলাপ করে শিক্ষকদের প্রাপ্য বকেয়া পরিশোধের ব্যবস্থার নির্দেশ দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, করোনা মহামারীর কারনে চলতি বছর ২৩ মার্চ থেকে প্রত্যেক কেন্দ্র বন্ধের ঘোষণা দেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এরপর গেল ঈদ-উল আযহার পূর্বে কয়েক জন শিক্ষকের কাছ থেকে উপজেলা সুপার ভাইজার মোহাম্মদ সাইমুম পাটোয়ারী সম্মানি ভাতার খাতায় স্বাক্ষর গহণ করেন।

কিন্তু ৩৫জন শিক্ষককে সম্মানি দেওয়া হয়নি। পরবর্তী উপজেলা সুপার ভাইজার শিক্ষকদের সাথে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে। যার কারনে করোনাকালীন এই সময়ে এসব শিক্ষকরা মানবেতর দিনযাপন করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসলামিক ফাউন্ডেশন, করোনা, গণশিক্ষা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন