বান্দরবানে ৫৬৬ মসজিদের ইমাম-মোয়াজ্জিন পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

fec-image

প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক অনুদানের অর্থ পেয়েছেন বান্দরবানের ৫৬৬টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হাবিবুল হাসান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনজেল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকতা মাঈনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বান্দরবান জেলার সাতটি উপজেলার ৫৬৬টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক জনকে ৫ হাজার টাকা করে ২৮ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হবে। ইতোমধ্যে সদর উপজেলা এবং লামা উপজেলায় বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসলামিক ফাউন্ডেশন, করোনাভাইরাস, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন