সাজেকে ঢাবি ছাত্রী অপহরণে জড়িত সন্দেহে জেএসএস সদস্য আটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে সিজুগ ছড়া সার্জেন্ট কামাল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী দ্বিপিতা চাকমাকে অপহরণের সাথে জড়িত সন্দেহে দান প্রিয় চাকমা (২৬) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদ পেয়ে সাজেকের সীমান্ত অঞ্চল দাড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । সে দাড়ি পাড়া এলাকায় অনিল কুমার চাকমার ছেলে।
সাজেক থানার সার্কেল এসপি ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটক দান প্রিয় চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএসের) সক্রিয় সদস্য। অপহরণের সাথে সে সরাসরি জড়িত ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জনসংহতি সমিতি (জেএসএসের) বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা অপহরণের সাথে জেএসএসের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন এবং আটক দান প্রিয় চাকমার সঙ্গে দলের কোন সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেন। এর আগে অপহরণের শিকার ঢাবি ছাত্রীকে ৭ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ।