সিনেমার গানে কন্ঠ দিলেন নিশো

fec-image

নাটক-ওটিটিতে রাজত্বের পর এখন সিনেমার নায়ক আফরান নিশো। কিন্তু এখানেই থেমে যাননি অভিনেতা; পা রাখলেন গানের জগতে, কণ্ঠ দিলেন নিজের অভিনীত চলচ্চিত্রেই।

মূলত, ঈদের সিনেমা ‌‘দাগি’র জন্য গান গেয়েছেন তিনি। বুধবার চরকির ইউটিউব চ্যানেলে ‘দাগি’ ছবির টাইটেল ট্র্যাক মুক্তি পায়। আর সেখানেই আফরান নিশোর দেখা মেলে এক নতুন পরিচয়ে।

ইতোমধ্যে গানটি নিশো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানের কথা—‘তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি। যতবার খুশি মারো, তত বারবার জাগি’।

রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন নিশো। অভিনেতা বলেন, ‘এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন