স্বাধীনতা বিরোধী চক্র এখনো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত: দীপংকর তালুকদার এমপি

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামাতসহ স্বাধীনতা বিরোধী চক্র এখনো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেই বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা দেখে তা ব্যাহত করতে এই চক্রটি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

দীপংকর তালুকদার এমপি আরও বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ১৪ডিসেম্বর পাকিস্তানীরা দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছিল। তিনি বলেন, পাকিস্তানী হানাদারবাহিনী ও স্বাধীনতা বিরোধীরা যখন বুঝতে পেরেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাড়াবে, ঠিক তখনই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে সুকৌশলে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের চরম ক্ষতিসাধন করে।

দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি সাধারণ জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আলোচনাসভার আগে রাঙামাটি জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন