স্যামসাং স্মার্টফোনের “গ্র্যান্ড অফার”
স্যামসাং নিয়ে এসেছে দারুন এক অফার। এখন গ্রাহকরা ৯ থেকে ১২ মাসের কিস্তিতে কোন প্রকার সুদ ছাড়াই কিনতে পারবেন এই আকর্ষণীয় ফোন তিনটির একটি।
এই অফারের আওতায় গ্রাহকদের খুব বেশি খরচও করতে হবে না। ১২ মাসের কিস্তিতে গ্যালাক্সি নোট টু এর জন্য প্রতি মাসে প্রদান করতে হবে মাত্র ৫,৪৬০ টাকা ও গ্যালাক্সি গ্র্যান্ডের জন্য প্রদান করতে হবে মাত্র ২,৯৯০ টাকা এবং ৯ মাসের কিস্তিতি গ্যালাক্সি এস ডুয়োসের জন্য প্রদান করতে হবে মাত্র ২,২১০ টাকা। আর এই তিনটি ফোনের মূল্য হ্রাস ও করেছে স্যামসাং। গ্যালাক্সি নোট টু এর মূল্য এখন ৬৫,৫০০ টাকা ( পূর্বমূল্য ৬৭, ৫০০ টাকা), গ্যালাক্সি গ্র্যান্ড এর মূল্য ৩৫,৯০০ টাকা (পূর্বমূল্য ৩৯,৫০০ টাকা) এবং গ্যালাক্সি এস ডুয়োস এর বর্তমান মূল্য ১৯,৯০০ টাকা (পূর্বমূল্য ২৩,৫০০ টাকা)।
আর এখন গ্রাহকেরা ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং সিটি ব্যাংক অ্যামেক্স ক্রেডিট কার্ড ছাড়াও ব্যাংক এশিয়া এর ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও দেশজুড়ে ১০০টির ও বেশি স্যামসাং আউটলেট থেকে এই অভিনব সুবিধা উপভোগ করা যাবে। বিজ্ঞপ্তি