হজ পালনে করতে সৌদি আরবে মুশফিক


পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার মুশফিকুর রহিম।
শনিবার (২ জুন) মক্কায় পৌঁছে কাবা শরীফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। শুক্রবার সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করেছিলেন মুশফিক।
এর আগে ওমরাহ পালন করলেও মূল হজ করেননি মুশফিক। পবিত্র হজ পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি গত দুই বছর।
এবার করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর পবিত্র হজ পালনের সুযোগ পেলেন এ নির্ভরযোগ্য ব্যাটার। হজ পালনের জন্য আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে রেখেছিলেন মুশফিক।
ঘটনাপ্রবাহ: মুশফিক, সৌদি আরব, হজ
Facebook Comment