হাইফ্লো অক্সিজেন সেন্টার জনমানুষের দাবি, আশা পূরণ হয়েছে: এমপি দীপংকর

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, হাইফ্লো অক্সিজেন সেন্টার রাঙামাটির জনমানুষের দাবি ছিলো, সেই আশা পূরণ হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সাপোর্টসহ ৫০ শয্যার করোনা ইউনিট এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি দীপংকর তালুকদার আরও বলেন, রাঙামাটিতে পিসিআর ল্যাব ছিলো না, এখানে কোন আইসিইউ ছিলো না। সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ছিলো না। কভিট-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য কোন ইউনিট ছিলো না। এগুলো নিয়ে যতেষ্ট সমালোচনা। কিন্তু যারা সমালোচনা করেছেন সমালোচনা পর্যন্ত তাদের কর্ম শেষ। আমরা কিন্তু বসে থাকেনি। আমাদের প্রশ্ন ছিলো নাই কেন? নাই কেন উত্তর দিতে গিয়ে আমাদের সকলের চেষ্টার ফলে সেন্টার অক্সিজেন প্লান্ট স্থাপন করতে পেরেছি। যা আমরা আজ উদ্বোধন করছি। এইজন্য পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পিসিআর ল্যাব স্থাপনে সচিব পবণ চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালক ডা. শহীদ তালুকদার, অতিরিক্ত পরিচালক ডা. নিহার রঞ্জন নন্দী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. নিতীশ চাকমা, রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন