হামলা তীব্র হবে, হুমকি ইরানের


ইসরাইলে শনিবার (১৪ জুন) রাতে হামলা শুরু করার কিছুক্ষণ পর এক বিবৃতি প্রকাশ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যেসব ইসরাইলি স্থাপনা ‘ফাইটার জেটের জ্বালানি তৈরি ও সরবরাহের’ সাথে জড়িত, সেসব স্থাপনায় শনিবার রাতে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, ইসরাইলের হামলা অব্যাহত থাকলে ইরান তাদের হামলা আরো ‘তীব্র’ করবে।
ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ইসরাইলের তিনটি ক্রুজ মিসাইল, ১০টি ড্রোন ও বেশ কিছু মাইক্রো ইউএভি নিষ্ক্রিয় করেছে ইরান।
ইরান দুই দফায় ইসরাইলের একাধিক লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালায়। শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ইরান প্রথম দফায় মিসাইল হামলা শুরু করে। দ্বিতীয় দফায় রোববার ভোরে তেল আবিবে ড্রোন হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয়, ইসরাইলের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এ ধাপে ড্রোন ও ১০০টির বেশি মিসাইল দিয়ে আক্রমণ চালানো হচ্ছে ইসরাইলের কয়েকটি শহরে।
ওই খবরে জানানো হয়, এ পর্যায়ে মূল লক্ষ্য তেল আবিব ও হাইফা শহর।
অন্যদিকে ইসরাইলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। তেহরানের একটি পরমাণু কেন্দ্র ছাড়াও শাহরান তেল ডিপো ও দক্ষিণ ইরানের দু’টি গ্যাসফিল্ডে ইসরাইল বিমান হামলা চালায়।
সূত্র : বিবিসি।
ছবি : ইসরাইলের বাত ইয়ামে ইরানি হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি ভবন