হিন্দু না মুসলিম কোন রীতিতে বিয়ে হবে সোনাক্ষীর?

fec-image

চল্লিশের দোরগোড়ায় এসে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ৩৭ বছর বয়সী শক্রঘ্ন কন্যা আগামী ২৩শে জুন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের গলায় মালা দেবেন।

জোর গুঞ্জন, সোনাক্ষীর সঙ্গে জাহিরের বিয়েতে মত নেই পরিবারের। সেটাও নাকি ধর্মের কারণে। জাহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মালম্বী। পরিবার রাজি না থাকলেও জেদ করেই নাকি প্রেমিককে বিয়ে করবেন অভিনেত্রী।

২৩ তারিখ মুম্বাইয়ের বাস্টিনে বসছে বিয়ের গ্র্যান্ড আসর ও রিসেপসন। ওইদিন দুপুরে হবে বিয়ের অনুষ্ঠান, রাতে জমকালো রিসেপশন। হিন্দু না মুসলিম কোন রীতিতে বিয়ে করবেন দুজনে? নাকি দু’জনের ধর্মানুসারেই হবে সব আচার-অনুষ্ঠান? তা এখনও স্পষ্ট নয়। তবে বিয়ের থিম হতে চলেছে ‘ফেস্টিভ অ্যান্ড ফর্ম্যালস’।

বিয়েতে কেমন সাজবেন সোনাক্ষী। এক পুরোনো সাক্ষাৎকারে দাবাং গার্ল স্পষ্ট বলেছেন, বিয়ের দিন লাল লেহেঙ্গাতেই সাজবেন তিনি। যদিও জাহির কী পরবেন তা এখনও নিশ্চিত নয়।

এদিকে মেয়ের বিয়ের খবর জানেন না বলে মন্তব্য করেছেন সাংসদ বাবা শক্রঘ্ন। তিনি বলেন, ‘কাছের মানুষেরা মেয়ের বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে। তবে এ ব্যাপারে আমি কিছু জানি না। এতটুকু বলবো, এখনকার বাচ্চারা বাবা-মায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, শুধু নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। অপেক্ষা করছি তাদের সিদ্ধান্ত জানার।’

মেয়ের সিদ্ধান্তে পূর্ণ আস্থা রয়েছে এমনটাও মন্তব্য করেন বাবা। তিনি বলেন, মেয়ে কোনওদিন কোনও অসাংবিধানিক কিংবা বেআইনি সিদ্ধান্ত নেবে না। প্রাপ্তবয়স্ক হিসেবে সোনাক্ষীর পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার।

মেয়ের বিয়ের খবর সত্যি হলে প্রথম সারিতে দাঁড়িয়ে নাচবেন বলেও জানান শত্রুঘ্ন সিনহা।

‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষী সিনহার। একসঙ্গে ‘ডবল এক্সএল’ ছবিতে কাজ করেছেন জাহির-সোনাক্ষী। দু’জনেই সালমান খানের হাত ধরে শুরু করেছেন নিজেদের ক্যারিয়ার। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিয়ে, সোনাক্ষী সিনহা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন