৪৮ দিন পর ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একমাস ১৮ দিন কাপ্তাই হ্রদে ডুবে ছিলো রাঙামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু।
অবশেষে ৪৮ দিন পর হ্রদের পানি কিছুটা কমে যাওয়ায় ভেসে উঠলো ঝুলন্ত সেতু। সেতুটি ভেসে উঠায় শুক্রবার সকাল থেকে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে।
পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার বিকেলে সেতুটি থেকে পানি সরে যায়। শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধি করতে রঙ করা, আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু হয়। আজ প্রায় হাজারখানেক পর্যটকের আগমন ঘটেছে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, প্রায় দেড়মাস সেতুটি হ্রদের পানিতে তলিয়ে থাকায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে সেতুটি ভেসে উঠায় সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানান পর্যটন করপোরেশনের এ ম্যানেজার।
উল্লেখ্য, রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় গত ০৩ সেপ্টেম্বর ঝুলন্ত সেতুটি হ্রদের পানিতে তলিয়ে যায়।