অজগরটি কাপ্তাই ন্যাশনালপার্কে অবমুক্ত


রাঙামাটি সদরে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সীতার পাহাড় নামক গহীন জঙ্গলে জামাইছড়ি এলাকায় এটি অবমুক্ত করা হয়। সাপটি ৮ ফুট দৈর্ঘ্য, ওজন প্রায় ৭ কেজি।
এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক আবু কাওসার বাপ্পি (রেঞ্জ ট্রেনিং), কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার এবং বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সহকারী বনসংরক্ষক আবু কাওসার বাপ্পি জানান আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্যপ্রাণী অবমুক্ত, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্যপ্রাণী ও বন রক্ষা করা অত্যন্ত জরুরি। সকলকে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।