অবশেষে শুরু হচ্ছে আলীকদম পানি শোধানাগারের কাজ

fec-image

অবশেষে আলীকদম উপজেলা সদরে দীর্ঘদিনের পানি সংকট নিরসনে আশার আলো দেখা দিয়েছে। দেড় কোটি টাকার বরাদ্দে কাজ শুরু হচ্ছে অসমাপ্ত আলীকদম পানি শোধনাগার প্রকল্পের। রবিবার বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের কর্মকর্তারা প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শনকালে এ তথ্য জানান।

তদন্ত টিমের সমন্বয়ক বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল খোরশেদ আলম প্রধান জানান, শীঘ্রই আলীকদম পানি শোধনারগার প্রকল্পের অসমাপ্ত কাজ শুরু করা হবে। ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ হয়েছে।

তদন্তকালে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, ১নং আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, থানচি-লামা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমর রঞ্জন বড়ুয়া, আলীকদম জনস্বাস্থ্য প্রকৌশলী মনির আহমেদ ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ। এছাড়াও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পরিদর্শনকালে ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি আলীকদম উপজেলা সদরে খাবার পানি সংকট নিয়ে পত্রিকায় গুরুত্ব সহকারের সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেন।

সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান জানান, দেড় কোটি টাকা ব্যয়ে আগামী সপ্তাহের মধ্যেই আলীকদম পানি শোধনাগর প্রকল্পের অসমাপ্ত কাজ শুরু হবে। রবিবার সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থতিতে কারিগরি দিক এবং পাইপ লাইন স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন